বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শিশুদের চিত্রাঙ্কন, রচনা লিখন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

শনিবার (১৬ মার্চ) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

চিত্রাঙ্কন, রচনা লিখন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় জেলার প্লে থেকে ৯ম শ্রেণী পর্যন্ত প্রায় ২’শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।

 

ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী বলেন শিশুরা ছবি আঁকার মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারেন, নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর বাংলাদেশ সম্পর্কে রচনা লিখার মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারেন। এতে করে শিশুদের মেধাবিকাশে ভুমিকা রাখছে অপরদিকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তারা শিখতে ও জানতে পারছে।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com