বঙ্গবীর ওসমানীর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৬

বঙ্গবীর ওসমানীর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

MMM
সুরমা মেইল নিউজ : মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর এম এ জি ওসমানীর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সিলেটে জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর ১২টায় এক শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে একই স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিকেল চারটায় নগরের নাইওরপুল এলাকায় ওসমানী জাদুঘর মিলনায়তনে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিকে ওসমানীর মৃত্যুবার্ষিকীতে আজ ঢাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংরক্ষণ পরিষদ। বেলা সাড়ে তিনটায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com