বটেশ্বরে ২১ লাখ টাকার ভারতীয় ফলের চালানসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

বটেশ্বরে ২১ লাখ টাকার ভারতীয় ফলের চালানসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক :
শাহপরাণ থানা পুলিশের অভিযানে কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় ফলের চালানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রোববার (১৯ জানুয়ারি) সকালে সিলেট শহরতলীর বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে থেকে চালান জব্দ করা হয়।

 

জব্দকৃত ভারতীয় ফলের বাজার মূল্য ২১ লাখ ১৮ হাজার ৬০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃরা হলো- কুমিল্লা জেলার মেঘনা থানাধীন বান্দারগাঁও গ্রামের মৃত আব্দুস গফর ভূঁইয়ার ছেলে শামসুদ্দিন ভূঁইয়া (৫৫), যশোর জেলার ঝিকরগাছা থানাধীন গদখালি (মটবাড়ি) গ্রামের মোঃ মনিরুজ্জামানের ছেলে মোহাম্মদ সহিদুল ইসলাম (৩০) ও একই থানাধীন উত্তরদেউলি গ্রামের আবুল হাসেমের ছেলে মোঃ রাশেদ হোসেন (২৪)।

 

রোববার সন্ধ্যায় বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে শহরতলীর বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে থেকে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮-৬৩৫২) ভর্তি ভারতীয় কমলার চালান জব্দ করা হয়। এ সময় তিনজন গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ফল পরিবহণের দায়ে কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

 

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com