সিলেট ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, মে ২০, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট শহরতলীর বটেশ্বর আলোরপথ ছাত্রকল্যান ফোরাম (আছাফ)’র কর্তৃক আয়োজিত ২০১৬ ইং সালের মেধাবী ও কৃতিশিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করে সামাজিক এ সংগঠনটি অনাড়ম্ব ঝাঁকজমকপূর্ণ অনুষ্টানে সকল বক্তাই এমন একটি আয়োজন করার জন্য আছাফ’র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। অনুষ্টানকে সফল করতে এলাকার প্রায় ৬২ জন শিক্ষার্থী অভিবাবক ও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ সকাল থেকে ঝড়োহতে থাকেন বটেশ্বর তুরিয়ানন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে।
শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ আর উচ্চাস, দু-চোখে কলেজে যাবার নতুন স্বপ্নœ। থেমে নেই আছাফ’র নেতৃবৃন্দের আয়োজন, গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে মেধাবীদের সম্মাননা দিতে দৃড়প্রতিজ্ঞ সংগঠনটি।
অনুষ্টানের প্রধান অথিতি, বিশেষ অথিতির আসার অপেক্ষার পালা শেষ হলেই শুরু হয় অনুষ্টানের মূল কাজ। যেখানেই অন্ধকার সেখানেই আলোরপথ শ্লোগান নিয়ে আছাফের সাধারণ সম্পাদক কাজী বদরুল ইসলামের পরিচালনায় এবং সভাপতি এইচএম এমরান হোসেন ও ডাক্তার এনামুর রহমান চৌধুরীর যৌথ সভাপত্তিত্বে অনুষ্টান শুরুতে নিজেদের অনুভূতি তুলে ধরেন শিক্ষার্থী ও অবিভাবকরা। বক্তব্য রাখেন বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।
এদিকে, অনুষ্টানের প্রধান অতিথি রংমহল টাওয়ারের সত্ত্বাধিকারী ও মানবাধিকার ফাউন্ডেশন’র সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ দৌলত শারীরিক অসুস্থ্যতা জনিত কারণে অনুষ্টান স্থলে যেতে না পারায় বিশেষ অতিথি
৪নং দরবস্ত ইউপির সাবেক চেয়ারম্যান কামাল আহমদকে প্রধান অতিথি করা হয়। বক্তব্য প্রদানকালে তিনি বলেন- ২০১৬ সালের কৃতিশিক্ষার্থীদের এবং তাদের অভিবাবকদের ধন্যবাদ জানান, তিনি বলেন আজকে যে সকল শিশুরা এসএসসি পাশ করেছে তাদের কৈশোর জীবন এখন। একজন মানুষের জীবনের শুরু এবং লক্ষ্য এখান থেকে শুরু হয়। কলেজ যাবার পর অনেকে বি-পথগামীও হয়ে যায়, আমি আশা করবো আজ যারা এখানে উপস্তিত হয়েছেন, তারা যেনো তাদের লক্ষ্য ঠিক রাখেন তা হলে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হবে। মনে রাখবেন ভাইকে সম্পদের ভাগ দিতে হয় কিন্তু ভাইকে শিক্ষার ভাগ দিতে হয়না। আর একজন শিক্ষিত মানুষ একটি সুন্দর সমাজ গঠন করতে পারে। কিন্তু শত শত খারাপ মানুষ প্রয়োজন হয় একটি সমাজ নষ্ট করতে। বর্তমান সরকার ও শিক্ষার ক্ষেত্রে আন্তরিক। বিনামূল্যে মেধাবিদের শিক্ষা গ্রহণের সুযোগ করে দিচ্ছে সরকার, তাই কষ্ট হলেও লেখাপড়া চালিয়ে যাবে আমি এ আশাকরি। আলোরপথ ছাত্রকল্যান ফোরাম’র এসব মহতি উদ্দ্যেগে আমরা সকলেই সহযোগীতার হাত বাড়িয়ে দিবো, আপনারা সমাজের বিত্ত্ববানরা তাদের পাশে থাকবেন। কারণ দশের লাটি একের বুঝা।
বিশেষ অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মোহনা টিভির ব্যুরো প্রধান মুজিবুর রহমান ডালিম, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ও ইংরেজী দৈনিক দি এশিয়ান এইজ’র সিলেট বুরো আব্দুল হালিম সাগর, সাপ্তাহিক বাংলার মাটির ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল সুরমা মেইল ডটকম’র সম্পাদক মন্ডলির সভাপতি মোহাম্মদ হানিফ, ৪ নং খাদিমপাড়া ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার নিজাম উদ্দিন (নিজাম), ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক আলিম উদ্দিন বিন আলী রাজা, জালালাবাদ সেনা কল্যান সমিতির সভাপতি হাবিবুর রহমান, তরুণ সমাজসেবক সামসুল ইসলাম মারজান,
সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফজলে রাব্বি চৌধুরী এবং সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকান্ড তুলে ধরেন সভাপতি এইচ এম ইমরান, ইউসুফ আলী শহিদ,আব্দুল বারী, মখলিছুর রহমান, শিক্ষানুরাগী কাজী আবশের আলী,তাজুল ইসলাম,মফিক উদ্দিন, আলেক চৌধুরী, আব্দুল কাদির, রাসেল আহমদ, তাজুল ইসলাম চৌধুরী, শেখ নজরুল ইসলাম, অন্যন্যদের মধ্যে উপস্তিত ছিলেন, ইমন আহমদ মুন্না, রাহি আহমদ, ফজলে রাব্বি চৌধুরী ফয়েজ, ইয়াসিন আরাফাত, সাদিক আহমদ, সাইফুল ইসলাম, নাজির আহমদ, রিয়াজুল করিম, আলিম উদ্দিন, সাবলু আহমদ, আরিফ চৌধুরী,নাজমুল ইসলাম,দুলাল মিয়া, সুজিত মজুমদার, রমজান, সামাদ, নুরুল ইসলাম, ফাহিম, হাবিবুর রহমান, উজ্জল আহমদ, শাহিন মিয়া, সাজু, রাদেক আহমদ, সুহেব আহমদ এলাকার বিভিন্ন স্থরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি