সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
সিলেট শহরতলীর শাহপরাণ থানার বটেশ্বর এলাকা থেকে ভারতীয় চোরাই চিনি, সুপারিসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চোরাচালানে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- গোয়াইনঘাট থানা এলাকার কামাল উদ্দিনের ছেলে মো. বদিউজ্জামান (৩১) ও একই এলাকার ময়না মিয়া ছেলে বদরুল আলম (৩৪)।
পুলিশ জানায়, সকালে একটি ডিআই পিকআপে অবৈধভাবে আনা ৫৩ বস্তায় ভারতীয় চিনি ও ২ বস্তায় ভারতীয় সুপারি পাওয়া যায়। এসময় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ১৬ হাজার টাকা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েপূর্বক বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি