বদরুলকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মেহের আফরোজ চুমকি

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

বদরুলকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মেহের আফরোজ চুমকি

0f5efd23388c6f0632851487bf87a54e-57f4ad0962641-600x391

সুরমা মেইল ডেস্ক :: সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে নির্মম ভাবে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা বদরুল আলমকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

বুধবার ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন নার্গিসকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘ঘটনার সময় যারা মোবাইল ফোনে ছবি তুলেছিলেন তা বাদ দিয়ে তাদের দরকার ছিল মেয়েটিকে রক্ষা করার।  এ ধরনের ঘটনা যে ঘটাতে পারে সে মানুষের কাতারে পড়ে না।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর এমন কোনও দেশ নেই যেখানে এ ধরনের ঘটনা ঘটে না। তবে সে যেন শাস্তি পায় সে ব্যবস্থা  সরকার নেবে। এ ধরনের ব্যক্তিদের নিয়ে মধ্যম আয়ের দেশ হওয়া সম্ভব না।’

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com