বদরুলের শাস্তির দাবীতে যৌন হয়রানী নির্মুলকরণ নেটওয়ার্কের মানববন্ধন

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

বদরুলের শাস্তির দাবীতে যৌন হয়রানী নির্মুলকরণ নেটওয়ার্কের মানববন্ধন

SONY DSC

সংবাদদাতা :: সিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সকাল সাড়ে ১০টায় এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান মিজানুর রহমানের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম সমিউল আলম বলেন, সন্ত্রাসীদের কোন দল নেই। যারা মানুষ ও মানবতার উপর বর্বরোচিত হামলা চালাতে পারে-তারা কখনো কোন দলের হতে পারে না। খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বদরুল একজন সন্ত্রাসী। তাকে দ্রুত বিচার আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। কোনভাবেই যেন আইনের ফাঁকগলে বেরিয়ে আসতে না পারে সে ব্যাপারে আমাদের সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও একজন নারী। নারীর প্রতি তার বেশি দরদ রয়েছে। বিশেষ করে তিনি জনগণকে ভালবাসেন বলেই আমরা তার কাছে দাবী করছি এই নির্যাতনের বিরুদ্ধে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সনাক সিলেটের সভাপতি এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, বেলা’র সমন্বয়কারী এডভোকেট শাহ শাহেদা, বাপুস সিলেট সভাপতি মাহবুবুল আলম মিলন, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন, চৌধুরী আজাদুর রহমান আজাদ এডভোকেট, লক্ষিকান্ত সিং, রামেন্দ্র কুমার বরুয়া, অনিল কৃষাণ সিংহ, ব্র্যাক জেলা ব্যবস্থাপক মো. কাইয়ূম উদ্দিন, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের মহাসচিব সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, পরিবেশ ও হাওর উন্নয়নের সভাপতি কাশমির রেজা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক আনাস হাবিব কলিংস, সাংবাদিক মুহিবুর রহমান, সাংবাদিক চৌধুরী দিলোয়ার হোসেন জিলন, যুব ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, নুরুল আমিন সরদার, ফটো সাংবাদিক ইউসুফ আলী ও আনিস মাহমুদ, মোহাম্মদ শাহ আলম, হিউম্যান ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম খান, সাংবাদিক শাহাজাহান সেলিম বুলবুল, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির আহ্বায়ক জুরেজ আব্দুল্লাহ গুলজার, মো. কামরুল ইসলাম, সুহেল চৌধুরী, ইয়াছিন আরাফাত সুমন, ইমরান উদ্দিন, মোস্তফা কামাল, এসএম আমিন তাহমিদ, বৃক্ষছায়া শাহিন আহম‌দ খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com