বদরুলের শাস্তির দাবীতে সিলেট উন্নয়ন সংস্থার মানববন্ধন

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬

বদরুলের শাস্তির দাবীতে সিলেট উন্নয়ন সংস্থার মানববন্ধন

unnamed-28সংবাদদাতা :: সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে প্রকাশ্য নৃশংসভাবে কুপিয়ে আহত করার প্রতিবাদে ও হামলাকারী বদরুলের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে সিলেট উন্নয়ন সংস্থা।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ৯ অক্টোবর রোববার সকাল ১১টায় এই কর্মসূচীর আয়োজন করা হয়।

সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলী আহমদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী।

সংস্থার সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীন, ব্যাংকার ও সাংবাদিক রাজু আহমেদ, বিভাগীয় যুবপদক ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, সিলেটস্থ নবীগঞ্জ সমিতির সহ-সভাপতি ব্যাংকার ছালেহ আহমদ চৌধুরী, যুব সংগঠক শাহ আলম, ক্রীড়া সংগঠক সমাজসেবী রেজাউল করিম আলো, আসক ফাউন্ডেশন সিলেট ডিভিশনের সভাপতি রাকিব আল মাহমুদ, ছাত্রনেতা আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, সহ-সভাপতি নাহিদা আক্তার রুমা, কবির আহমদ খান, মারুফ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. এএএম শিহাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন লাহিন, প্রচার সম্পাদক জাহেদ আহমদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিফজুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রেহানা ফারুক শিরিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আপ্যায়ন সম্পাদক নাজিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক রাজিব দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক মিলি বেগম, শাহান আল মাহমুদ খান, প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com