বন্দর উপজেলায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৩৫ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৬

বন্দর উপজেলায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

download (2)সুরমা মেইল নিউজ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সাদিয়া আলতাফ (৬) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজিজ (২০) নামে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুর ২টায় নিখোঁজের পর সন্ধ্যা ৭টায় পুলিশ লাশ উদ্ধার করে। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনোয়ার হুসাইন বলেন,  নিহতের  গলায় শ্বাসরোধের দাগ পাওয়া গেছে।

শিশু সাদিয়া বন্দর উপজেলার পশ্চিম কেওঢালা এলাকার রিকশা চালক আলতাফ হোসেনের মেয়ে। সে পশ্চিম কেওঢালা সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

নিহত স্কুলছাত্রীর মা শাহনাজ বেগম জানান, দুপুর ২টার দিকে প্রতিবেশী মতিন মেম্বারের বাড়ি থেকে মায়ের কাপড় নিতে যায় সাদিয়া। কাপড় নিয়ে বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে ইফতারের আগে মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ সালামের বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে  লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এসআই আনোয়ার হুসাইন জানান, সন্দেহভাজন হিসেবে একই এলাকার বারেক মুন্সীর ছেলে আজিজকে আটক করা হয়েছে। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com