সিলেট ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৫
সুরমা মেইলঃ লিবিয়ায় বন্দুকধারীদের হামলায় ১২ বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।
দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) এ এস এম আশরাফুল ইসলাম জানান, গত শুক্রবার দেশটির রাজধানী ত্রিপোলি থেকে ৮৫০ কিলোমিটার দূরে আজদাবাইয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহত চার বাংলাদেশিকে হাসপাতালে নেওয়া অস্ত্রপচার করে গুলি বের করা হয়েছে। আর বাকিদের চিকিৎসা চলছে।
তিনি জানান, ওখানে প্রায় ১০০ বাংলাদেশি থাকেন। বন্দুকধারীদের প্রতিহত করার সময় দুইজনকে আটক করে ফেলে তারা। পরে এই দুইজনকে ছিনিয়ে নিতে এসে নির্বিচারে গুলি চালালে ১২ বাংলাদেশি গুলিবিদ্ধ হন।
এ সময় তারা প্রায় ১৬ হাজার দিনার ও ১২টি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। তবে আহত বাংলাদেশিরা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান দূতাবাসের কর্মকর্তা আশরাফুল ইসলাম।
দূতাবাস সূত্র জানায়, আহত বাংলাদেশিরা আজদাবিয়া সিটি করপোরেশনের আওতায় গত দুই বছর ধরে পরিচ্ছন্ন কর্মীর কাজ করছেন।
Design and developed by ওয়েব হোম বিডি