সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার ব্যাটন রুজে বন্দুকধারীর গুলিতে রোববার তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানায় এএফপি।
ইস্ট ব্যাটন রুজের শেরিফের অফিস এক বিবৃতিতে জানায়, একজন সন্দেহভাজন মারা গেছে। দু’জন পালিয়ে গেছে বলে আইনশৃংখলা বাহিনীর ধারণা।
এদিকে বিবিসি জানায়, একজন বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালায়। শহরটিতে সম্প্রতি পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হয়। এর জেরে ডালাসে পাঁচ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে এক কৃষ্ণাঙ্গ।
এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি হাসপাতালে ঢুকে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়েছে। এতে একজন বয়স্ক নারী রোগী ও হাসপাতালের এক কর্মী নিহত হন। রোববার ভোরে টাইটাসভেল শহরের পেরিশ মেডিকেল সেন্টার নামের ওই হাসপাতালের চার তলায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ বন্দুকধারীকে গ্রেফতার করেছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়। বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই হতাহতের ঘটনা ঘটছে।
Design and developed by ওয়েব হোম বিডি