বন্ধ হল আরো তিনটি মোবাইল অ্যাপ টুইটার, স্কাইপ ও ইমো

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৫

বন্ধ হল আরো তিনটি মোবাইল অ্যাপ টুইটার, স্কাইপ ও ইমো

twitter_imo_skype

সুরমা মেইল. প্রযুক্তি ডেস্ক : এবার বন্ধ পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার, স্কাইপ ও ইমো ।

একটি ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান বলছে তাদের কাছে বিটিআরসির এ ধরনের নির্দেশ সম্বলিত একটি চিঠি এসেছে। ব্যবহারকারীরা বলছেন গত রাত থেকে এই তিনটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ পাচ্ছেন তারা।

সরকারি নির্দেশে টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ করা হয়েছে, নাকি কারিগরি কোন ত্রুটির কারণে বন্ধ পাওয়া যাচ্ছে সে ব্যাপারে আসলে সরকারের তরফ থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি।

তারা বলছে সব মোবাইল ফোন অপারেটর ও ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে সরকারি প্রতিষ্ঠান বিটিআরসির পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে এই সেবাগুলো বন্ধ রাখার জন্য।

একটি ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান বলছে, এ ধরণের নির্দেশ তাদের কাছেও এসেছে।

তবে ফেসবুক খুলে দিলেও , ভাইবার ও হোয়াটসঅ্যাপ এখনো বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, নিরাপত্তার অজুহাতে নভেম্বর মাসের ১৮ তারিখ মোবাইল  অ্যাপ ফেইসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ। বন্ধ করে দিয়েছিল সরকার। অনেক সমালোচনার শেষে প্রায় ২২ দিন পর ডিসেম্বরের ১০ তারিখ খুলে দেয়া হয় ফেসবুক।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com