ববিতা এখন কোথায়?

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৬

ববিতা এখন কোথায়?

images-1বিনোদন ডেস্ক :: রুপালী জগতের জনপ্রিয় অভিনেত্রী ববিতা। ঢাকাই চলচ্চিত্রে এখন কোনো কাজই করছেন না তিনি। ভক্তদের প্রশ্ন ববিতা এখন কোথায়? তিনি কী অবসর নিয়েছেন?।

এক প্রতিবেদনে জানা যায়, বর্তমানে সিনেমায় দেখা না গেলেও নানা ব্যস্ততায় দিন কাটাচ্ছেন তিনি। তবে সবচেয়ে বেশি ব্যস্ততা পারিবারিক কাজ নিয়েই। তার একমাত্র ছেলে অনিক পাড়াশোনা করছেন কানাডায়। মাঝে মাঝে সেখানে গিয়েও সময় কাটিয়ে আসছেন তিনি। চলতি বছরের শুরুতে ছেলের কাছ থেকে ঘুরে এলেন ববিতা। বছরের শেষের দিকে আবারও কানাডা যাবেন বলে জানিয়েছেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে এ কিংবদন্তি অভিনেত্রী বলেন, ‘আমি তো পুরোপুরি সিনেমার মানুষ। সিনেমা আমাকে আজকের ববিতা বানিয়েছে। সিনেমায় অভিনয় করা হবে না এমন কথা কখনও মাথায় আসেনি। ভালো সিনেমার গল্প পেলে অবশ্যই কাজ করব। কিন্তু এখন ভালো গল্প তো আসছে না। আমি আমৃত্যু সিনেমার সঙ্গেই থাকতে চাই।’

ববিতা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’। এরপর একটি ছবিতে অভিনয়ের গুঞ্জন উঠলেও তাতে দেখা যায়নি তাকে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com