বরিশালে জোড়া খুন: প্রধান আসামি সিলেটে গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

বরিশালে জোড়া খুন: প্রধান আসামি সিলেটে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
বরিশালের উজিরপুরে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে হত্যা মামলার প্রধান আসামীকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

র‌্যাব-৯ (সিলেট) ও র‌্যাব-৮ (বরিশাল) এর যৌথ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌণে ৭টার দিকে সিলেটের এসএমপি কোতয়ালী থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত জোড়া খুন মামলার আসামি হলেন- বরিশাল জেলার উজিরপুর থানাধীন আলামদী গ্রামের মৃত আছমত আলী হাওলাদারের ছেলে মোঃ কিবরিয়া হাওলাদার (৫০)।

 

বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার ও র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল।

 

র‌্যাব জানায়, ঘটনার বিবরণ থেকে জানা যায়- চলতি বছরের গত ২৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার চাচাতো ভাই সাগর হাওলাদারের মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব শত্রæতার জের ধরে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে গেলে একদল অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ব্যবসায়ীকে কুপিয়ে পেট ও পায়ের রগ কেটে দেয়। মোটরসাইকেল চালক তার চাচাতো ভাই সাগর বাধা দিলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

 

এ সময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে আগৈলঝরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত আনুমানিক পৌনে ২টায় ব্যবসায়ী ইদ্রিস হালদার মারা যান। তার কয়েক ঘণ্টা পরে সাগরও মারা যান।

 

এ বিষয়ে নিহতদের চাচা সাবেক ইউপি সদস্য মোনাফছের হাওলাদার অভিযোগ করে বলেন, সাতলা ইউনিয়ন চেযারম্যান শাহিন হাওলাদার ও তার চাচাতো ভাই যুবলীগ নেতা আসাদ হাওলাদারের নেতৃত্বে ও নির্দেশে এই হত্যাকান্ড ঘটেছে।

 

পরবর্তীতে এই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে গত ২৬ আগস্ট উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩/২২৬, তারিখ- ২৬ আগষ্ট ২০২৪ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

 

এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম পক্রিয়াধীন। এছাড়াও উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com