বরুণের ‘আইটেম’ পরিণীতি

প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৬

বরুণের ‘আইটেম’ পরিণীতি

varun

বিনোদন ডেস্ক : বর্তমানে বরুণ ধবনের ‘জানেমন’ কে জানেন? কে আবার? অতি অবশ্যই পরিণীতি চোপড়া। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। কারণ, আগামী বুধবারই মুক্তি পাবে ‘জানেমন আহ’। পুরো ব্যাপারটার কিছুই কি মাথায় ঢুকছে না আপনার? তা হলে এ বার একটু খোলসা করে বলা যাক। আসলে ২৯ জুলাই মুক্তি পাবে রোহিত ধবন পরিচালিত ‘ঢিশুম’। আর এই ছবির আইটেম নম্বর ‘জানেমন আহ’ গানেই বড়পর্দা কাঁপিয়ে দিয়েছেন বরুণ-পরিণীতি জুটি। জন আব্রাহাম, বরুণ ধবন এবং জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত এই ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স করেছেন পরিণীতি। আর একটি আইটেম নম্বরেই দর্শককূলের হৃদয়ও জিতে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, বড়পর্দায় বরুণের সঙ্গে প্রথম জুটি বেঁধেই হয়ে গিয়েছেন তাঁর ‘জানেমন’।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com