বর্ষবরণের উদযাপনে এসে স্বামী-স্ত্রীর ঝগড়া অতঃপর………।।

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৬

বর্ষবরণের উদযাপনে এসে স্বামী-স্ত্রীর ঝগড়া অতঃপর………।।

download (1)

সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর কাজিরবাজার ব্রিজে পহেলা বৈশাখে স্বামীর সাথে গুরতে আসা স্ত্রী শামীমা আক্তার (২০) ঝগড়ার এক পর্যায়ে স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এতে গুরুতর আহত হন স্ত্রী শামীমা। পরে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়- শামীমা আক্তার (২০) বর্ষবরণের উদযাপন করতে স্বামী মো: হোসাইনকে সাথে নিয়ে কাজিরবাজার সেতুতে বেড়াতে আসেন। বেলা ২টার দিকে ব্রিজে হাটাহাটি ও গল্পগুজবের সময় উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে শামীমা স্বামীর উপর অভিমান করে ব্রিজ থেকে নিচে লাফ দেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসআই ইব্রাহিম খলিল জানান- বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শামীমার স্বামী মোঃ হোসাইনও কয়েকজন লোক এনে তাকে হাসপাতালে ভর্তি করেছেন। শামীমার পিতার বাড়ি সিলেটের বিশ্বনাথে এবং স্বামীর বাড়ি হবিগঞ্জে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com