সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৬
স্পোর্টস ডেস্ক :: এবার আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাষ্মিয় বালক কাটার মোস্তাফিজুর রহমান। তবে, সেটি মেনে নিতে পারছে না ভারতীয় গণমাধ্যমগুলো। তাদের মতে, মোস্তাফিজ এ পুরস্কারের ‘অযোগ্য’।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই তারকাখ্যাতির জানান দেন মোস্তাফিজ। এখন পর্যন্ত ৯টি ওয়ানডেতে নিয়েছেন ২৬টি উইকেট। বোলিং গড় ১২.৩৪, ইকোনমি রেট ৪.২৬। এর মধ্যে গত বছর ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই নিয়েছেন ১১ উইকেট।
বর্ষসেরা নির্ধারণে ভোটিং সময়সীমা ধরা হয় গত বছরের ১৪ সেপ্টেম্বর থেকে এ বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে তিনটি ওয়ানডে খেলে ৮টি উইকেট তুলে নেন মোস্তাফিজ। আর টি-টোয়েন্টিতে ১০ ম্যাচ খেলে পান ১৯টি উইকেট। বিশ্বসেরা ব্যাটসম্যানদের মনে ভয় ধরিয়ে দেয়া ‘কাটার মাস্টার’ তার পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন আইসিসির বর্ষসেরা উদীয়মান নির্বাচিত হয়ে।
কিন্তু ভারতের ক্রিকেট ওয়েবসাইট স্পোর্টসকিডা তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারের জন্য মোস্তাফিজ অযোগ্য।
স্পোর্টসকিডা তাদের প্রতিবেদনে লিখেছে, ‘মোস্তাফিজ ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে। এরপর থেকেই সে বাংলাদেশ জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু, আইসিসির ২০১৬ এর বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়ার মতো তার পারফর্ম ছিল না। পুরস্কার পাওয়ার মতো পর্যাপ্ত ম্যাচ খেলেনি মোস্তাফিজ। ১৩ ম্যাচে (৩ ওয়ানডে, ১০ টি-টোয়েন্টি) মোট ২৭টি (ওয়ানডেতে ৮, টি-টোয়েন্টিতে ১৯) উইকেট অর্জন করেছে।’
নিজদের দাবির পক্ষে যুক্তি দেখিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘মোস্তাফিজের সময়ে আরও কিছু ক্রিকেটার দুর্দান্ত খেলেছেন। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস জাতীয় দলের মেরুদন্ড হয়ে খেলেছেন। তিন ফরমেটেই তার পারফর্ম ছিল চোখে পড়ার মতো। একই সময়ে ভারতের লোকেশ রাহুল ভালো ব্যাটিং করেছেন। তিন ফরমেটের ক্রিকেটেই তার ব্যাটিং গড় ছিল ১০০’র উপরে। ভারতের জাসপ্রিত বুমরাহ টি-টোয়েন্টিতে ২০১৬ সালের সর্বোচ্চ উইকেট শিকারি। আন্তর্জাতিক ক্রিকেটে এসে সে প্রথম বছরেই ২৪ ম্যাচ খেলে তুলে নিয়েছে ৩৭ উইকেট।’
প্রতিবেদনের শেষ দিকে বলা হয়, ‘আইসিসির সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে এরপরেও যদি কেউ যোগ্যতা রাখে তাহলে সে হবে দক্ষিণ আফ্রিকার কেগিসো রাবাদা। মোস্তাফিজ ও রাবাদা একই বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে। উইকেট শিকারের দিক দিয়ে রাবাদা ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের পরে অবস্থান করছে। তিন ফরমেটে সে ৩২ ম্যাচে তুলে নিয়েছে ৬৭টি উইকেট।’
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি