সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬
বিনোদন ডেস্ক :: জমকালো বলিউড জগত। সেই দুনিয়ার মানুষদের মধ্যে যেমন সখ্য রয়েছে, তেমনি বিরোধও ঢের! কখনও তারা অন্য তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন আবার কখনও কথা বলেন মুখ কালো করে! তাদের কণ্ঠে শোনা যায় বিষোদগার। যা অনেক সময় হয়ে যায় হাসির উপদান। তারকাদের একে অপরের সম্পর্কে করা এমন কয়েকটি মজার ও আলোচিত মন্তব্য নিচে তুলে ধরা হলো-
সোনম-ঐশ্বরিয়া : একবার ঐশ্বরিয়া রাই বচ্চনকে ‘আন্টি’ সম্বোধন করে ক্ষোভ মিটিয়েছিলেন অভিনেত্রী সোনম কাপুর। তাদের বিরোধটা শুরু হয়েছিল কান চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে। প্রসাধনী কোম্পানি ল’রিয়াল-এর শুভেচ্ছদূত হিসেবে কানের রেড কার্পেটে একসঙ্গে হাঁটার কথা বলা হয়েছিল। সোনমের সঙ্গে কানের লালগালিচায় হাঁটার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন ঐশ্বরিয়া। এর জবাবে সোনম বলেন, ঐশ্বরিয়া তো আমার আন্টি। বাবার (অনিল কাপুর) সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তাই তাকে আমি ‘আন্টি’ ডাকতেই পারি!
শাহরুখ-আমির : একবার খুব কৌশলে শাহরুখ খানকে অপমান করেন আমির খান। নিজের কুকুরের নাম শাহরুখ রাখেন তিনি। আমির বলেছিলেন, ‘শাহরুখ আমার পা চাটছে, আমি সবসময় তাকে বিস্কুট খাওয়াচ্ছি। আমি আর কী করতে পারি? এখন, আপনারা কোনও সারমর্মে পৌঁছানোর আগে আমি মনে করিয়ে দিতে চাই যে শাহরুখ হলো আমাদের কুকুরের নাম।’
শাহরুখ খান-জয়া বচ্চন : শাহরুখের ওপর ভীষণ চটেছিলেন। জয়া বচ্চন একবার বলেছিলেন, পুত্রবধূ ঐশ্বরিয়াকে নিয়ে যদি তার সামনে শাহরুখ খান উল্টাপাল্টা কিছু বলতো তবে তিনি শাহরুখকে থাপ্পর মারতেন। শাহরুখ ও সালমান খানের মধ্যকার ঝগড়ায় ঐশ্বরিয়ার প্রসঙ্গ আসাকে কেন্দ্র করে মতামত জানতে চাওয়া হলে জয়া ওই কথা বলেন। সালমানের সঙ্গে ঝগড়া চলার সময় শাহরুখ নাকি ঐশ্বরিয়ার নাম উচ্চারণ করেছিলেন বলে সেসময় গুঞ্জন উঠেছিল।
সালমান খান-হৃত্বিক রোশন : ‘আরে, কোয়ি কুত্তা ভি নাহি গ্যায়া’ (কোনও কুকুরও দেখেনি)। হৃত্বিক রোশন অভিনীত এবং সঞ্জয় লীলা বানসালি নির্মিত ‘গুজারিশ’ ছবিটি নিয়ে এমন মন্তব্য করেন সালমান। আর তাতে রীতিমতো হতবাক হয়ে যান হৃত্বিক ও সঞ্জয়।
সাইফ আলি খান : হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যানের সঙ্গে কাজ করবেন বলে মজা করার পর বিতর্কের মুখে পড়েছিলেন সাইফ আলি খান। সাইফের ওই বক্তব্যে নাকি পোর্টম্যানের প্রতিনিধি বিরক্ত হয়েছিলেন। কেবল তাতেই থেমে থাকেনি। ওই ‘কৌতুকের’ জন্য ব্যাক্যা চেয়ে সাইফের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। অবশ্য শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছিলেন সাইফ।
রানি মুখার্জি- ঐশ্বরিয়া রায় : একবার ঐশ্বরিয়ার রায়ের চটেছিলেন রানি মুখার্জি। তখন তিনি বলেছিলেন, ‘আমরা ভারতীয় নারীরা বাচ্চা লালন-পালনের সঙ্গে আমাদের ব্যক্তিগত জীবনকে মিলিয়ে ফেলি। মনে করি, পৃথিবীতে আমাদেরই কেবল মাতৃত্ববোধ রয়েছে। ভাবি, বাচ্চা লালন-পালনের জন্য আমাদেরকে সবকিছু ছেড়ে দিতে হবে।’
প্রিয়াঙ্কা চোপড়া-আশুতোষ গোয়ারিকার : ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কথার বোমা ফাটান পরিচালক আশতোষ গোয়ারিকার। বলেন, ‘প্রিয়াঙ্কা আমি তোমাকে ভালোবাসি। কিন্তু জানি না তুমি কীভাবে সেরা অভিনেত্রীর এ পুরস্কার পেলে যখন ঐশ্বরিয়াও ‘যোধা আকবর’র জন্য একই বিভাগে মনোনীত হয়েছিল।
কারিনা-প্রিয়াঙ্কা : এক সাক্ষাৎকারে কারিনা কাপুর বলেছিলেন, প্রিয়াঙ্কার ফ্যাশনের থেকে আমার সিনেমা ভালো হবে। প্রিয়াঙ্কা তৎক্ষণাৎ প্রত্যুত্তরে বলেন, ‘ও, যদি আপনার কোনও জাতীয় পুরস্কার না থাকে, তো এটা একটা ব্যবধানই বটে!’
প্রিয়াঙ্কা চোপড়া-করণ জোহর : করণ জোহর ও প্রিয়াঙ্কা চোপড়ার সম্প্রতি শীতল যুদ্ধ চলেছে বলে গুঞ্জন রয়েছে। আর টুইটারে করণ লেখেন, ‘ভাড়া করা জনসংযোগ যন্ত্র ব্যবহার করে এবং আড়ালে থাকা তথাকথিত বন্ধুদের সহায়তায় ট্যাবলয়েডের খবর হওয়াটা মেরুদণ্ডহীন ও খোঁড়া কর্মকাণ্ড।’
প্রিয়াঙ্কার কয়েকজন বন্ধু একটি ট্যাবলয়েডকে বলেছিলেন, ‘ক্যারিয়ার গড়তে ও ভাঙতে পারেন এমন এক প্রভাবশালী প্রযোজক-পরিচালক প্রিয়াঙ্কার প্রতি সদয় ছিলেন না।’ আর তার পরই করণের ওই মন্তব্যই বলে দিচ্ছে কাকে লক্ষ্য করে কথাটি বলেছিলেন তিনি।
কারিনা-ঐশ্বরিয়া : সম্প্রতি কারিনা কাপুর ঐশ্বরিয়া রায়কে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ‘আামদের দুইজনের তুলনা করা ঠিক না। কেননা আমরা দুইজন দুই প্রজন্ম থেকে এসেছি!’ এতে তর্কের ঝড় ওঠে। অনেকেই কারিনার এই বক্তব্যের মধ্যে ঐশ্বরিয়ার বয়স নিয়ে ব্যঙ্গ করার ইঙ্গিত পান।
সূত্র: বলিবাইটস
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি