বল করতে পারলেও ফিল্ডিংয়ে সমস্যা হচ্ছে মোস্তাফিজের

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

স্পোর্টস ডেস্ক :: আগস্টে ইংল্যান্ডের নামকরা একটি হাসপাতালে কাঁধের সফল অপারেশনের হওয়ার পর গত চার মাস ধরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। সম্প্রতি তার পুনর্বাসন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শেষ হয়েছে। তিনি নেটে বল করছেন। একটি প্র্যাকটিস ম্যাচও খেলে ফেলেছেন। নিউজিল্যান্ড বোর্ড একাদশের হয়ে ওই প্র্যাকটিস ম্যাচে সাত ওভার বল করে দুইটি উইকেটও নিয়েছিলেন তিনি।

এরপর মনে করার হয়েছিল সোমবারের প্রথম ওয়ানডে একদশে থাকবেন কাটার মোস্তাফিজ। কিন্তু না, তার ব্যাপারে রবিবার পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি টিম ম্যানেজমেন্ট। ম্যাচের দিন সকালে সাধারণ এক আধ ঘন্টার একটি প্র্যাকটিস সেশন থাকে। ওই সেশনের পরই মোস্তাফিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

ফিজিও খেলার ব্যাপারে ছাড়পত্র দিলেও কোচ আরও অপেক্ষা করতে চাইছেন। মোস্তাফিজকে নিয়ে এতটুকু ঝুঁকি নিতে চাইছেন না তিনি। জানা গেছে, ফিজিওর অনুমতি মিললেও শতভাগ ফিট ‘কাটার বয়’। রবিবার পর্যন্ত ৮০ ভাগ ফিট তিনি।

মোস্তাফিজের প্রধান অস্ত্র স্লোয়ার কাটার। কিন্তু প্র্যাকটিসে স্লোয়ার কাটার বলগুলো করতে পারছেন না এখনও। ওগুলো করতে সমস্যা হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তার আসল অস্ত্রগুলো ছিল অনুপস্থিত। এ ম্যাচে ২ উইকেট পেলেও সেই আগের মোস্তাফিজ ছিলেন অনুপস্থিত।

বল করতে পারলেও ফিল্ডিংয়ে অনেক সমস্যা। দূর থেকে বল থ্রো করতে পারছেন না তিনি। কাঁধের যে অংশে অপারেশন করা হয়েছে তার নিচের দিকে এখনও অল্প অল্প ব্যথা আছে। তাই পুরোপুরি ফিটনেস অবস্থার মতো ফিল্ডিং করতে পারছে না কাটার বয়।

এই অবস্থায় তাকে কী ঝুকি নিয়ে খেলানো হবে? উত্তর মিলবে আসছে ভোর রাতে। বাংলাদেশ সময় ভোর চারটায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নাবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com