সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। বসগিরি শিরোনামের একটি চলচ্চিত্রে জুটিবদ্ধ হওয়ার কথা ছিল তাদের। এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হয়েছিলেন শাকিব-অপু। কিন্তু হঠাৎ করেই এ চলচ্চিত্রে থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী অপু।
বসগিরি চলচ্চিত্রে নতুনরূপে পর্দায় আসার কথা ছিল অপু বিশ্বাসের। তবে তার সরে যাওয়াতে থেমে থাকছে না এই চলচ্চিত্রের কাজ। আগামী ৫ মে থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন এই চলচ্চিত্রের নির্মাতা শামীম আহমেদ রনি। পাশাপাশি তিনি জানিয়েছেন অপুর সরে দাঁড়ানোর কারণ।
এ প্রসঙ্গে নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, আমাদের সম্পর্কটা নায়িকা-পরিচালকের না, সম্পর্কটা ভাই-বোনের। আমার কোনো ভুল পেলে তিনি যেমন আমাকে শাসন করেন তেমনি স্নেহও করেন, ভালোওবাসেন। আমার দ্বিতীয় চলচ্চিত্র বসগিরি’র জন্য গত বছর তাকে চুক্তিবদ্ধও করেছিলাম। এ দিকে (অপু) নিয়ে আমাদের অনেক পরিকল্পনাও ছিল। দর্শকদের সামনে নতুন লুকে আনব, এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার।দিদিও এ চ্যালেঞ্জ নিয়েছিলেন। এ জন্য কঠোর পরিশ্রমও শুরু করেছিলেন তিনি।
তিনি আরো বলেন, আসলে আমরা সময়ের ফাঁদে আটকা পড়ে গেলাম। শাকিব ভাই হঠাৎ শুটিং শিডিউল এগিয়ে আনাতে দিদি পড়ে গেলেন জটিলতায়। তাই আমাকে ডেকে নিয়ে তিনি বললেন, চলচ্চিত্রটিতে আমাকে রেখ না ভাই। কারণ এত অল্প সময়ে নিজেকে নতুনরূপে নিয়ে আসতে পারব না।ভালো একটি কাজের স্বার্থেই অন্য কাউকে নিয়ে কাজটি শুরু কর। কারণ এত অল্প সময়ে বদলে ফেলা সম্ভব না নিজেকে। ওদিকে শুটিংও পেছানো সম্ভব না। এই চলচ্চিত্রের কাজ যাতে নষ্ট না হয় শুধু এজন্য দিদি চলচ্চিত্রটি ছেড়ে দিয়েছেন। দিদির সিদ্ধান্তে আমি সত্যি কষ্ট পেয়েছি কিন্তু উনার প্রতি আমার সম্মান অনেকগুণে বেড়ে গেছে। কারণ শুধু দর্শককের কাছে করা প্রতিজ্ঞা রাখতেই চলচ্চিত্রটি উনি ছেড়ে দিলেন। সত্যি শিল্পীদের কমিটমেন্ট এমনটাই তো হওয়া উচিৎ।
খুব শিগগিরই অপুকে নিয়ে নতুন কোনো চলচ্চিত্রে কাজ করার আশা ব্যক্ত করেছেন নির্মাতা। শাকিব ছাড়াও বসগিরিতে আরও অভিনয় করবেন, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, মাজনুন মিজান, শিবা সানু, ডিজে সোহেল, সুব্রত প্রমুখ।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি