বাংলাদেশকে ১০৬ কোটি ডলার ঋণ দেবে জাপান

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মে ৩০, ২০২৫

বাংলাদেশকে ১০৬ কোটি ডলার ঋণ দেবে জাপান

Manual7 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে মোট ১০৬ দশমিক তিন কোটি মার্কিন ডলার ঋণ দেবে জাপান। শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার সফরের তৃতীয় দিনে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়।

 

Manual3 Ad Code

এর মধ্যে ৬৪ কোটিরও বেশি ডলার ঋণ দেওয়া হবে জয়দেবপুর-ঈশ্বরদী রুটকে ডুয়েল গেজ ডাবল রেললাইন হিসেবে উন্নীত করার জন্য। প্রায় ৪২ কোটি ডলার দেওয়া হবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য। এর বাইরে জাপান ৪২ লাখ ডলার অনুদান দেবে মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে বৃত্তি হিসেবে।

 

বাংলাদেশ সরকারের পক্ষে জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত শিনইচি সাইদা নিজ নিজ দেশের হয়ে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

এই স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

প্রধান উপদেষ্টার জাপান সফরের তৃতীয় দিন আজ দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতাসংক্রান্ত ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

 

জ্বালানি খাতে প্রকল্প বাস্তবায়নের সহযোগিতা জোরদার করতে এমওইউ সই হয় জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) ও বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে।

 

বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলে একটি জমি লিজসংক্রান্ত চুক্তি হয়েছে জাপানের অনোডা ইনক ও বাংলাদেশ এসইজেড লিমিটেডের মধ্যে। অনোডা জাইকার উদ্যোগে একটি গ্যাস মিটার সংযোজনের কারখানা স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে।

 

একটি কারখানায় গার্মেন্টস অ্যাকসেসরিজ উৎপাদনের কারখানা স্থাপনের জন্য অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ দেওয়ার বিষয়ে এসইজেড লিমিটেড ও নেক্সিস কো. লিমিটেড একটি এমওইউ সই করেছে।

 

Manual7 Ad Code

ব্যাটারিচালিত বাইসাইকেল ও বৈদ্যুতিক মোটরসাইকেল তৈরির একটি কারখানা স্থাপনের বিষয়ে এমওইউ সই করেছে গ্লাগিট, মুসাসি সিমিতিসু ইন্ডাস্ট্রি গ্লাফিট ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

 

ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের ক্ষেত্রে তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে দুই কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে একটি প্রকল্প বাস্তবায়নের জন্য জাপানের কিপার কোর কো. লিমিটেডের সঙ্গে বিডা একটি এমওইউ সই করেছে।

 

বাংলাদেশের বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থার সেবাকে এক-দরজায় একত্রিত করার বিষয়ে এমওইউ সই করেছে বিডা ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

 

মুহাম্মদ ইউনূস আজ যৌথভাবে জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) ও জাইকার আয়োজনে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে একটি সেমিনারেও বক্তৃতা করেন।

 

জাপানের সোকা বিশ্ববিদ্যালয় মুহাম্মদ ইউনূসকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে।

 

মুহাম্মদ ইউনূস নিক্কি ফোরামের আয়োজনে ‘এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলন ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য গত বুধবার ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়কারী লামিয়া মোরশেদসহ অন্য কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হন।

 

প্রধান উপদেষ্টার আগামীকাল (শনিবার) রাতে ঢাকা ফেরার কথা রয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code