সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : এক বাংলাদেশিকে হত্যার দায়ে মালয়েশিয়ার এক নাগরিকের ৮ বছরের জেল দিয়েছে দেশটির আদালত। রোববার আদালত এ রায় প্রদান করে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৯ জুলাই রাত ১টার সময় মালয়েশিয়ার তামান কোটা কুলাইয়ের জালান পিনাংয়ের একটি ম্যাচে অতর্কিত হামলা চালায় আহমাদ ইযওয়ান মোহাম্মদ ইয়াতিম (৪০) নামের এক সাবেক শেফ। এতে এমদাদুল ইসলাম নামের ওই বাংলাদেশি নিহত হন।
পালিয়ে থাকা আহমাদ ইযওয়ান মোহাম্মদ ইয়াতিমকে একই বছরের ২ সেপ্টেম্বর গ্রেফতার করে দেশটির একটি স্পেশাল পুলিশ টিম।
প্রসিকিউশনের বিচারক দাতুক মোহাম্মদ সোফিয়ান আব্দুর রাজ্জাক ৩০৪ (বি) অনুচ্ছেদের ৩০২ ধারায় হত্যাকাণ্ডের সাক্ষী-প্রমাণের ভিত্তিতে ৮ বছরের জেল দেন।
Design and developed by ওয়েব হোম বিডি