বাংলাদেশীদের লিবিয়া না যেতে কঠোর সতর্কবার্তা

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৫

বাংলাদেশীদের লিবিয়া না যেতে কঠোর সতর্কবার্তা

libia

সুরমা মেইলঃ যুদ্ধবিধ্বস্ত লিবিয়া সফর না করতে বাংলাদেশী নাগরিকদের কঠোরভাবে সতর্ক  করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিবিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ নিয়ে নতুন করে নির্দেশনা জারি করা না পর্যন্ত বাংলাদেশী নাগরিকদের লিবিয়া সফর থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
গত জুলাই মাসে লিবিয়ায় বাংলাদেশ মিশন প্রত্যাহার করে নেয়া হয়। সেখানকার কর্মকর্তা ও কর্মীদের তিউনিসিয়ায় স্থানান্তর করা হয়েছে।

বর্তমানে প্রায় ৪০ হাজার বাংলাদেশী লিবিয়ায় অনিশ্চিত জীবনযাপন করছেন। এদের অনেকে আবার ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পাড়ি জমানোর ঝুঁকিপূর্ণ পথও বেছে নিতে বাধ্য হচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com