বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসায় মঈন আলী

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৬

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসায় মঈন আলী

download-3স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসায় ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। বাংলাদেশের নিরপাত্তা বাহিনী ইংলিশ ক্রিকেটারদের ভিভিআইপি নিরাপত্তা দিয়ে আসছে। এসব নিরপত্তা ব্যবস্থা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মঈন আলী।

এমন নিরাপত্তা ব্যবস্থা কোথাও দেখননি বলেও জানিয়েছেন তিনি, এমন নিরাপত্তা ব্যবস্থা আমি কোথাও দেখিনি। এটা সেরা, আমি নিশ্চিতভাবে বলতে এমন নিরাপত্তা ব্যবস্থা পেলে অন্যদেশ যারা নিরাপত্তাহীনতায় ভুগছে তারাও আসতে আগ্রহী হয়ে উঠবে।’

সফরে আসা দলগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা আশানুরূপ হওয়াটাই অনেক বড় ব্যাপার, ‘এটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি অবশ্যই প্রত্যাশা করি অন্যদলগুলো বাংলাদেশ সফরে আসবে। এখন পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা অসাধারণ। আমি অন্য দলগুলোকে বাংলাদেশ সফরে আসতে উৎসাহিত করবো।’

প্রসঙ্গত, তিনটি ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ৩০ সেপ্টম্বর বাংলাদেশ সফর করেছে ইংলিশ ক্রিকেট দল। ইতোমধ্যে তিন ম্যাচ সিরিজে দুটি ওয়ানডে মিরপুরে অনুষ্ঠিত হয়েছে। যার তৃতীয়টি অনুষ্ঠিত হবে বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চট্টগ্রামে দুই টেস্টের প্রথমটি অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ও শেষ টেস্টটি মিরপুরে শুরু হবে ২৮ সেপ্টেম্বর।

ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিশ্চিত হওয়ার পর ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রস বলেছিলেন, ‘ইংল্যান্ড বাংলাদেশ সফরে গেলেও, সফর শেষ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতির ওপর গভীর পর্যবেক্ষণ রাখা হবে।’

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com