বাংলাদেশের বহু মানুষ বিচার পায় না: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬

বাংলাদেশের বহু মানুষ বিচার পায় না: প্রধানমন্ত্রী
pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জানি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আইনগত সহায়তার কোনও ব্যবস্থা না থাকায় বাংলাদেশের বহু মানুষ বিচার পায় না।

আইনগত সহায়তা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন ধরে বন্দি মানুষদের তালিকা করে আইনি সহায়তা দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় মিথ্যা মামলায় পড়ে বছরের পর বছর ধরে কারাগারে পড়ে আছেন অনেকে। তারা বা তাদের পরিবারের সদস্যরা জানেনই না কিভাবে এ দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে আইনগত সহায়তা পেতে হয়। তাদের পরিবার এতো অসহায় হয়ে পড়ে যে কী পদক্ষেপ নিতে হবে সেব্যাপারে ওয়াকিবহাল থাকে না। তাদের কল্যাণেই জাতীয় আইনগত সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার। বিনা বিচারে এভাবে যারা দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি রয়েছেন, তাদের তালিকা করে আইনি সহায়তা দিতে হবে, তারা যেন বিচার পান। সাধারণ মানুষ যাতে সরকারি আইনি সহায়ত সম্পর্কে জানতে পারে সেজন্য চার বছর আগে ২৮ এপ্রিলকে আমি আইনগত সহায়তা দিবস ঘোষণা করি। আজ আইন সহায়তা বিষয়ক জাতীয় কল সেন্টার চালুর মাধ্যমে দেশের মানুষকে আইনি সহায়তার আওতায় আনা হবে। এখন ঘরে বসেই মোবাইলে ফোন করে মানুষ আইনগত সহায়তা নিতে পারবেন। আমি একজন ভুক্তভোগী। ১৯৭৫ সালে মা-বাবা, ভাই-বোনসহ ১৮ জনকে হত্যা করা হয়। সর্বোচ্চ দুর্ভাগ্যের বিষয় এ ব্যাপারে কোনও বিচার হবে না বলে অধ্যাদেশ জারি হয়। পরিবার হত্যার বিচার চাওয়ার অধিকার আমাদের কারোরই ছিল না। এটাই সবচেয়ে দুঃখজনক। আজ অনেক ঘটনায় সবাই আমার কাছে বিচার চায়। সবসময় আমার মনে হয়, আমি তো তখন বিচার পাইনি। বিচার চাওয়ার অধিকারটুকুও তখন কেড়ে নেওয়া হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রধানমন্ত্রী কল সেন্টারে ফোন করে কী কী আইনি সহায়তা দেওয়া হবে সেবিষয়ে কথা বলেন। আইনি সহায়তা কেন্দ্রের গত চার বছরের কার্যক্রমের ওপর অনুষ্ঠানে একটি ডকুমেন্টারিও দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com