বাংলাদেশে গুগল সার্চে সবার উপরে ক্রিকেটার মুস্তাফিজ

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৫

বাংলাদেশে গুগল সার্চে সবার উপরে ক্রিকেটার মুস্তাফিজ

mustafizur-rahman

সুরমা মেইল. স্পোর্টস ডেস্ক :  চলতি বছরে বাংলাদেশ  থেকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সম্প্রতি আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়া মুস্তাফিজকে।

তার বল খেলতে হিমশিম খায় বিশ্ব সেরা সব ব্যাটসম্যানরাও। এক নামে গোটা ক্রিকেট বিশ্বই তাকে  চেনে। তিনি বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

গুগলের বাংলাদেশ সংস্করণে চলতি বছর সবচেয়ে বেশি খোঁজা হয়েছে মুস্তাফিজুরকে। সেরা দশের এই তালিকায় মুস্তাফিজ ছাড়াও ক্রিকেটার আছেন আরও দুজন। একজন মাশরাফি বিন মর্তুজা অন্যজন তরুণ পেসার তাসকিন আহমেদ। তবে মজার বিষয় হলো এ তালিকায় মুস্তাফিজুরের পরেই রয়েছেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তালিকায় আটে আছেন ভারতীয় অভিনেত্রী সানি লিওন।

গুগল বাংলাদেশে খোঁজ করা হয়েছে এমন সেরা দশ তালিকা:

১. মুস্তাফিজুর রহমান

২. এ. পি. জে. আবদুল কালাম

৩. রাধিকা আপ্তে

৪. তাসকিন আহমেদ

৫. অ্যারিয়েল উইন্টার

৬. রোন্ডা রাউসি

৭. সায়েম সাদাত

৮. সানি লিওন

৯. মাশরাফি বিন মর্তুজা

১০. কারিশমা তান্না

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com