যুক্তরাষ্ট্র সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় : বারশিনস্কি

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

যুক্তরাষ্ট্র সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় : বারশিনস্কি

download-3সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশে পরবর্তী সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চায় যুক্তরাষ্ট্র। নির্বাচনে সব দলকে সমান সুযোগ দিতে হবে। রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচনী প্রক্রিয়ায় স্বাচ্ছন্দ বোধ করতে পারে এমন পরিবেশ করতে হবে।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ডেপুটি এসিস্টেন্ট সেক্রেটারি বরার্ট বারশিনস্কি মঙ্গলবার ঢাকায় সিনিয়র সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

গত ২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংলাপ উপলক্ষ্যে চারদিনের সফরে তিনি ঢাকায় আসেন।

রবার্ট বারশিনস্কি সাংবাদিকদের বলেন, সকল দল ও মহলের মত শান্তিপূর্ণভাবে প্রকাশের জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আবশ্যক। এজন্যই সবার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ দরকার।

যুক্তরাষ্ট্রের মত বাংলাদেশও গণতন্ত্র ও সহিষ্ণুতার নীতিকে শ্রদ্ধা করে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের জনগণও যাতে সত্যিকার অর্থে পছন্দ অনুযায়ী ভোট দিতে পারে। সে ব্যবস্থা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com