সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
ভারতের কোনো দালাল সরকার বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ মামুনুল হক।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের স্মরণ, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং পতিত স্বৈরশাসক ও তার সহযোগীসহ সকল অপরাধীদের বিচারের দাবিতে জগন্নাথপুরের পৌর পয়েন্টে এ পথসভার আয়োজন করা হয়।
মামুনুল হক বলেন, বাংলাদেশ আর কোনো দিন ভারতের সেবাদাসে পরিণত হবে না।
তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের স্বার্থ হাসিল করার জন্য ১৮ কোটি মানুষের স্বার্থের কথা তারা চিন্তা করেনি। তাই বাংলার মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতকে উচিত জবাব দিয়েছে।
এমনকি কঠোরভাবে হুংকার দিয়ে তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু। বন্ধুর মত থাকবে। তবে আবারও যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাতে আসে তাহলে তাদের উচিত জবাব দেওয়া হবে।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্য বানানোর চেষ্টা করেছিলেন।
এই দেশের ১৮ কোটি মানুষকে নরেন্দ্র মোদীর গোলাম বানাতে চেয়েছিলেন। একই সঙ্গে এই দেশের কোটি কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। বর্তমানেও শেখ হাসিনা ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে ভারত বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে।
পথসভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ, আহতদের স্মরণ ও বিভিন্ন জেলার বন্যা দুর্গত মানুষদের জন্য দোয়া করা হয়। পরে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে বাংলাদেশ খেলাফত মজলিসের সভায় যোগ দেন।
(সুরমামেইল/এইচএসএ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি