বাংলাদেশ এখন অনেক শক্তিশালী দল: স্মিথ

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৬

বাংলাদেশ এখন অনেক শক্তিশালী দল: স্মিথ

download (1)

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির মূলপর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। অ্যাকশনে ত্রুটি থাকার অভিযোগে তাসকিন আহমেদ ও আরাফাত সানির মতো বোলারদের ছাড়াই সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল। তারপরও টাইগারদের হালকা করে দেখছেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। তাসকিন ও সানি নিষেধাজ্ঞার কারণে না থাকলেও বাংলাদেশকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বলে জানান স্মিথ। বললেন, তাদের লাইনআপে এখনো বেশ কিছু বিশ্বমানের বোলার রয়েছে। আমরা কোনো দলকেই হালকাভাবে নিচ্ছি না অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, ম্যাচটি কঠিন হবে। কেননা, বাংলাদেশ এখন অনেক শক্তিশালী দল। তাদের লাইনআপেও বেশ কয়েকজন ম্যাচ-উইনার রয়েছে। সোমবার রাতে তাদের হারাতে হলে আমাদের নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।

উল্লেখ্য, মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫৫ রানে হেরে যায় বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেনিউজিল্যান্ডের কাছে ৮ রানে হেরে যায় অস্ট্রেলিয়া।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com