বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর হল প্রাণ আপ

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৫

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর হল  প্রাণ আপ

cricket

সুরমা মেইলঃ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে প্রাণ আপ। তাই সিরিজের নাম হচ্ছে প্রাণ আপ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। প্রেজেন্টেড বাই পাওয়ার ড্রিংকস। এছাড়া কো-স্পন্সর হিসেবে থাকছে প্রাণ ফ্রুটো।

 
রোববার এক সংবাদ সম্মেলনে টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, এক্সিওম টেকনোলজির ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান বিন ফারুক, প্রাণ বেভারেজ এর ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলাম ও হাসিব কামাল।

 
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী বলেন, “বাংলাদেশ ক্রিকেট দল উত্তরোত্তর উন্নতির শিখরে আরোহণ করছে। ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশের সুনাম বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। প্রাণ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর ছিল। আসন্ন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর পেয়ে আমরা আনন্দিত ‘বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর হওয়ায় প্রাণ’ কে ধন্যবাদ জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com