বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

স্পোর্টস ডেস্ক :: আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের সঙ্গে শুরু হচ্ছে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ। মূলত ওইদিন তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি মাঠে গড়ানোর মধ্যে দিয়ে শুরু হবে দু’দলের মধ্যে ব্যাট-বলের লড়াই। প্রথম সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রাইস্টর্চাচে। তবে, সেখানে স্থানীয় সময় অনুযায়ী সকাল ১১ টায় ম্যাচ শুরু হলেও, বাংলাদেশে বসে টিভির পর্দায় ম্যাচটি দেখা যাবে ভোর ৪টায়।

এদিকে, সিরিজের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে নেলসনে ২৯ ও ৩১ ডিসেম্বর। দুই দিন বিরতি দিয়ে ৩ জানুয়ারি থেকে শুরু হবে টি২০ সিরিজ। ৬ ও ৮ জানুয়ারি যথারীতি টি২০ সিরিজের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১২ জানুয়ারি ওয়েলিংটনে এবং ২০ জানুয়ারি ক্রাইস্টর্চাচে টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এদিকে, নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়াতে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করেছে টাইগারা। যেখানে বিগ ম্যাসের দুই ক্লাবের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। আর নিউজিল্যান্ড পৌছে দেশটির একাদশের সঙ্গে সেখানেও একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ একাদশ।

পাঠকদের জন্য বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচিটি নিচে দেওয়া হল :

ওয়ানডে সিরিজ :
তারিখম্যাচসময় (বাংলাদেশ)
২৬ ডিসেম্বর, ২০১৬প্রথম ওয়ানডেভোর ৪টা
২৯ ডিসেম্বর, ২০১৬দ্বিতীয় ওয়ানডেভোর ৪টা
৩১ ডিসেম্বর, ২০১৬তৃতীয় ওয়ানডেভোর ৪টা

টি২০ সিরিজ :
তারিখম্যাচসময় (বাংলাদেশ)
০৩ জানুয়ারি, ২০১৬প্রথম টি২০দুপুর ১২টা
০৬ জানুয়ারি, ২০১৬দ্বিতীয় টি২০সকাল ৮টা
০৮ জানুয়ারি, ২০১৬তৃতীয় টি২০সকাল ৮টা

টেস্ট সিরিজ :
তারিখম্যাচসময় (বাংলাদেশ)
১২ জানুয়ারি, ২০১৬প্রথম টেস্টভোর ৪টা
২০ জানুয়ারি, ২০১৬দ্বিতীয় টেস্টভোর ৪টা

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com