বাংলাদেশ-নেদারল্যান্ডের চার চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৫

বাংলাদেশ-নেদারল্যান্ডের চার চুক্তি স্বাক্ষর
nederland
সুরমা মেইলঃ বাংলাদেশ ও নেদারল্যান্ড শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে চারটি চুক্তি স্বাক্ষর করেছে।ডাচ প্রধানমন্ত্রীর সরকারি ভবন কাস্টহুইস-এ বুধবার রাতে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা এসব চুক্তিতে স্বাক্ষর করেন। সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট এ সময় উপস্থিত ছিলেন। খবর বাসসের।

দুই দেশের স্বাক্ষরিত চুক্তিগুলো হলো:

১. দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পররাষ্ট্র দফতর পর্যায়ে আলোচনাবিষয়ক সমঝোতা স্মারক।

২. বাংলাদেশ থেকে জুনিয়র কূটনীতিকদের জন্য প্রশিক্ষণ সহযোগিতা বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষর।

৩. স্যাক্সন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স, স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ)।

৪. স্যাক্সন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি/সমঝোতা স্মারক (এমওইউ)।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com