বাংলাদেশ পিছিয়ে থাকতে পারি না: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৬

বাংলাদেশ পিছিয়ে থাকতে পারি না: প্রধানমন্ত্রী

images
সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের বাংলাদেশ পিছিয়ে থাকতে পারে না। বিশ্ব যখন প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তখন আমরা কেন পিছিয়ে থাকবো। আমরাও তথ্য-প্রযুক্তিতে এগিয়ে যেতে চাই। আর সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ১২৫টি উপজেলায় আইসিটি সেন্টার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির উন্নতি দেশকে দুর্নীতিমুক্ত করবে এবং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবে। এজন্য আমরা এ ক্ষেত্রে বেশি জোর দিচ্ছি। আওয়ামী লীগ সরকার বরাবরই তথ্যপ্রযুক্তিবান্ধব। বাংলাদেশে আওয়ামী লীগই প্রথম রাজনৈতিক দল যারা কম্পিউটারের ব্যবহার শুরু করে। তিনি কম্পিউটার ও আইসিটির ব্যাপারে যে জ্ঞান অর্জন করেছেন সবই তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের অবদান। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে জয়ের অনুপ্রেরণা ও ভূমিকার কথা স্মরণ করেন শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com