সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৬
স্পোর্টস ডেস্ক: স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে বিশ্বকাপে সেরা দশের লড়াই শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। একই সাথে স্বাগতিক ভারত ও বাংলাদেশের ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হচ্ছে নারীদের বিশ্বকাপও। বেঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। বাংলাদেশসহ দশটি দল এবার নারীদের বিশ্বকাপে অংশ নিচ্ছে।
মূল লড়াইয়ের আগে বাংলাদেশ ভারতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রথমটিতে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। আর আইরিশদের বিপক্ষে জয়টি মূল লড়াইয়ের আগে সালমা, জাহানারাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ নারী দল সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারতের বিপক্ষেই, ৭টি। কিন্তু ৭ ম্যাচের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও ভারত প্রথমবার মুখোমুখি হয়েছিল ২০১৩ সালের এপ্রিলে দ্বিপক্ষীয় সিরিজে। ভারতে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের কাছে ৩-০ ব্যবধানে হেরে গিয়েছিল সালমা খাতুনের দল। এরপর ২০১৪ সালের মার্চে ঘরের মাঠেও তিন ম্যাচের সিরিজে ভারতের মেয়েদের কাছে ৩-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
একই মাসে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। সিলেটে বিশ্বকাপের ম্যাচটি ৭৯ রানে হেরে গিয়েছিল স্বাগতিকরা। দুই বছর পর আবারও আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নতুন অধিনায়ক জাহানারা আলমের নেতৃত্বে এবার বাংলাদেশ ভিন্ন কিছু করতে পারে কি না, সেটাই এখন দেখার!
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি