বাংলাদেশ-ভারত যৌথ বিনিয়োগে এলপি গ্যাস প্লান্ট

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৬

বাংলাদেশ-ভারত যৌথ বিনিয়োগে এলপি গ্যাস প্লান্ট

BANGLA20150523110207

সুরমা মেইল নিউজ : বিদ্যুতের পর এবার ভার‌ত-বাংলাদেশের যৌথ বি‌নিয়োগে এল‌পি গ্যাস প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৮ এ‌প্রিল) হোটেল র‌্যাডিসনে দু’দেশের জ্বালা‌নি প্র‌তিমন্ত্রীর মধ্যে দ্বিপা‌ক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালা‌নি ও খ‌নিজ সম্পদ প্র‌তিমন্ত্রী নসরুল হা‌মিদ এবং ভারতের প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্র‌তিমন্ত্রী (ই‌ন্ডিপেন্ডেন্ট চা‌র্জ) ধর্মেন্দ্র প্রধান। উভয় দেশের প্রতিমন্ত্রীদের বৈঠক শেষে বাংলাদেশ পেট্রো‌লিয়াম করপোরেশন (বি‌পি‌সি) ও ভারতীয় রাষ্ট্রীয় প্র‌তিষ্ঠান ন্যাশনাল অয়েল কোম্পা‌নির মধ্যে এল‌পি‌জি প্লান্ট স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com