বাংলার ইলিশ ভারতের বাজারে ২২ হাজার টাকা!

প্রকাশিত: ৪:২৩ পূর্বাহ্ণ, জুন ১১, ২০১৬

বাংলার ইলিশ ভারতের বাজারে ২২ হাজার টাকা!

images (6)আন্তর্জাতিক ডেস্ক : প্রবাদ আছে, ‘মাছের রাজা ইলিশ!’ সেই ইলিশের ওজন হয় চার কেজি! তবে কার না লোভ জাগবে! চওড়া-লম্বা-রঙে মন ভরলেও দাম শুনলে অস্বস্তিই হতেই পারে আপনার। কেজি প্রতি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা! অর্থাৎ চার কেজি ওজনের ইলিশের দাম মাত্র ২২ হাজার টাকা। তাও আবার নিলামে।

শুক্রবার পশ্চিমবঙ্গের হাওড়ায় পাইকারি মাছের বাজারে দেখা যায় চার কেজি ওজনের অতিকায় একটি ইলিশ। সেটি কেনার জন্যে এমন হুড়োহুড়ি পড়ে যায় যে বাধ্য হয়ে মাছটিকে নিলামে চড়ানো হয়। সাড়ে পাঁচ হাজার টাকা কেজি হিসেবে ২২ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় বাসিন্দা শেখ ইমতিয়াজ। তিনি নিজেও মাছ ব্যবসায়ী। ভারতে ওই মাছটি বাংলাদেশের ইছামতী নদীর ‘স্বাদু ইলিশ’। হাওড়া বাজারে আমদানি করেছিলেন এক মাছ ব্যবসায়ী।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com