বাংলার “সানি লিওন” জয়া!

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৫

বাংলার “সানি লিওন” জয়া!
joya
সুরমা মেইলঃ সম্প্রতি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা দেশসেরা অভিনেত্রী জয়া আহসানকে সাবেক কানাডিয়ান পর্নো তারকা সানি লিওনের সঙ্গে তুলনা করা হচ্ছে। এমনকি তাকে দেশ থেকে বিতাড়িত করার কথাও বলছেন বাংলাদেশের ভক্ত সমর্থকরা।কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে সম্প্রতি জয়া অভিনীত রাজকাহিনি ছবিকে। ছবিতে রুদ্রনীলের সঙ্গে একটা ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে জয়াকে। সেই দৃশ্য ভাইরাল হয়েছে বাংলাদেশের স্যোশাল মিডিয়ায়। সমালোচনার ঝড় ওঠেছে ওই দৃশ্যকে ঘিরেই।

কিন্তু কি আছে সেই বিতর্কিত দৃশ্যে।

https://youtu.be/ClccyR9MFmw?list=PLsidvdClQM56Oq7kasGtFyVIbEce2ndLq…..

একটি পক্ষ থেকে বলা হচ্ছে,‘অবিলম্বে জয়াকে দেশ থেকে বিতাড়িত করা হোক। তসলিমার মতো জয়াও পেয়েছেন খুনের হুমকি। তবে এই সব কথাকে গুরুত্ব দিতে নারাজ জয়া।তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সমালোচকদের কথা আমি খুবই গুরুত্ব দেই। তাদের কাছে যদি আমার অভিনীত দৃশ্যটিকে সমালোচনার যোগ্য মনে হয় তাহলে নিশ্চয়ই বিষয়টি সেরকম কিছুই।’

তিনি আরো বলেন,‘এ ছবিতে রুবিনার ভূমিকায় ছোট একটি চরিত্রে অভিনয় করেছি। আর এখানে কলকাতার গুরুত্বপূর্ণ সব শিল্পীরা ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু সে তুলনায় আমার পর্দায় উপস্থিতি অন্য সবার চেয়ে বেশি। এতে অভিনয় করার মানে হচ্ছে ঐতিহাসিক একটা কাজের অংশ হয়ে থাকা। বাংলাদেশের একজন শিল্পী হিসেবে তারা সম্মান করে আমাকে নিয়ে গেছেন। আমি তাঁদের ছবিতে অভিনয় করেছি। সেটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অভিনয়ের জায়গাও ছিল। দর্শকরা দেখলে বাকিটা বুঝতে পারবেন।’

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com