বাজরাঙ্গি ভাইজান বেকসুর খালাস

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৫

বাজরাঙ্গি ভাইজান বেকসুর খালাস

jakia..salman 1_94109

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : ভারতের বম্বে হাইকোর্ট বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে আনা অনিচ্ছাকৃত খুনের একটি মামলা খারিজ করে দিয়েছে। বম্বে হাইকোর্টের রায়ে বলা হয়েছে, কাউকে হত্যা করেননি সালমান। নিম্ন আদালতের তদন্তেই গোলযোগ ছিল। তাই অবশ্যই মামলা সালমানের পক্ষেই যাবে।

গত মে মাসে নিম্ন আদালত তাকে পাঁচ বছর কারাদন্ড দিয়েছিল।

২০০২ সালে মুম্বাইতে এক রাতে ফুটপাতে ঘুমন্ত মানুষের ওপর তার গাড়ি ঝাঁপিয়ে পড়ে। ঘটনায় একজন নিহত এবং বেশ ক`জন আহত হন।

সরকারি কৌঁসুলিরা অভিযোগ করেন সালামান নিজেই তখন গাড়িটি চালাচ্ছিলেন। তবে তিনি এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com