বাজারে এলো গ্যালাক্সি সি সিরিজের স্মার্টফোন

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬

বাজারে এলো গ্যালাক্সি সি সিরিজের স্মার্টফোন

52b4385c95ad0-diamond

তথ্য ও প্রযুক্তি : স্মার্টফোন বাজারে খুব একটা ভালো পরিস্থিতি বিরাজ করছে না। কিছুদিন ধরেই প্রত্যাশা করা হচ্ছিল, নতুন সিরিজের গ্যালাক্সি স্মার্টফোন আনছে স্যামসাং। এবার বাস্তবেই গ্যালাক্সি সি সিরিজের প্রথম স্মার্টফোন উন্মোচন করল দক্ষিণ কোরিয়াভিত্তিক এ ইলেকট্রনিক জায়ান্ট। গত বৃহস্পতিবার গ্যালাক্সি সি৫ ও সি৭ উন্মোচন করা হয়েছে। আপাতত চীনের বাজারে সি৫ স্মার্টফোনের প্রাক-ক্রয়াদেশ নেয়া হচ্ছে। এটি সরবরাহ শুরু হবে ৬ জুন থেকে। গ্যালাক্সি সি৭ স্মার্টফোন কবে থেকে বাজারে পাওয়া যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। খবর দ্য ভার্জ।

চীনে গ্যালাক্সি সি৫ ডিভাইসটির ৩২ ও ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধার সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৩৩৫ ও ৩৬৫ ডলার। অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালো অপারেটিং সিস্টেমভিত্তিক এ ডিভাইসে ১০৮০–১৯২০ পিক্সেল রেজুলেশনের ৫ দশমিক ২ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ৪ গিগাবাইট র্যামের এ ডিভাইসে অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ১৬ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর তথ্য সংরক্ষণ সুবিধা ১২৮ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। এতে ২৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

গ্যালাক্সি সি৭ স্মার্টফোন সি৫-এর বড় সংস্করণ। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমভিত্তিক এ ডিভাইসে ১০৮০–১৯২০ পিক্সেল রেজুলেশনের ৫ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ৪ গিগাবাইট র্যামের এ ডিভাইসের ক্যামেরা ফাংশন গ্যালাক্সি সি৫-এর মতোই। এ ডিভাইসে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধার উভয় ডিভাইস টুজি, থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কের পাশাপাশি এনএফসি, ব্লুটুথ, জিপিএস, ওয়াই-ফাই ও মাইক্রো ইউএসবি সংযোগ সমর্থন করবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com