বাজেটে আবার কিসের প্রতিক্রিয়া : বিএনপি

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুন ২, ২০১৬

বাজেটে আবার কিসের প্রতিক্রিয়া : বিএনপি

সুরমা মেইল নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই ভোটারবিহীন সরকার, যাদের কোনো জনসমর্থন নেই তাদের বাজেটে আবার কিসের প্রতিক্রিয়া? বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এসময় ২০১৬-২০১৭ সালের জাতীয় বাজেটকে মিথ্যা, চুরি, চোর ও দুর্নীতির বাজেট বলে আখ্যায়িত করেন তিনি। তিনি বলেন, বাজেটে সাধারণ মানুষের কোনো রকম অধিকার থাকবে না বা জনকল্যাণও হবে না।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com