বাথরুম থেকে কাঠ মিস্ত্রির লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬

বাথরুম থেকে কাঠ মিস্ত্রির লাশ উদ্ধার

সুরমা মেইল ডেস্ক :: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের একটি বাথরুম থেকে কাঠ মিস্ত্রি সামসুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সামসুল ময়মনসিংহ জেলা সদরের ভালুকার মৃত ফয়জুদ্দিন মাতবারের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সামসুল ইসলাম বাথরুমে যায় এবং বাথরুম থেকে বের না হলে সহকর্মিদের সন্দেহ হয়। তারা বাথরুমে সামসুল ইসলামের মৃতদেহ পড়ে থাকতে দেখে দামড়হুদা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com