‘বাদশা’কে দেখতে ভারতে নুসরাত

প্রকাশিত: ৪:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৬

‘বাদশা’কে দেখতে ভারতে নুসরাত

download (2)বিনোদন ডেস্ক : এবারের ঈদে দুই বাংলায় মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ‘বাদশা’ ছবিটি। আবদুল আজিজ ও বাবা যাদব পরিচালিত এ ছবিতে তিনি কলকাতার নায়ক জিৎ এর বিপরীতে অভিনয় করেছেন। অনেকে ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়লেও ফারিয়া নিজের অভিনীত ছবিটি এখনো প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারেননি। ফারিয়া এ প্রসঙ্গে বলেন, ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই হাউজফুল। টিকিট ব্ল্যাকও হয়েছে। তাই নানা কারণে ‘বাদশা’ দেখতে সিনেমা হলে এখনও যাওয়া হয়নি আমার। দেখতে দেখতে ঈদের কয়েকটা দিন কেটে গেল। তবে অনেকের ফোন পেয়েছি। খুব ভালো সাড়া এখনও পাচ্ছি। নিজের অভিনীত এই ছবিটি এখনও দেখার সুযোগ না হলেও দুদিন পর ভারতে যাচ্ছি। সেখানে ‘বাদশা’ ছবিটি অবশ্যই দেখব।

উল্লেখ্য, ছবিটি এ ঈদে বাংলাদেশের পাশাপাশি ভারতেও মুক্তি পেয়েছে।  ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, শ্রদ্ধা দাসসহ আরও অনেকে। ‘বাদশা’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত

পরিচালনায় আছেন বাংলাদেশের ইমন সাহা ও কলকাতার জিৎ গাঙ্গুলী। ছবিটি ভারত থেকে প্রযোজনা করেছে এসকে মুভিজ। এ ছবির বাইরে নুসরাত ফারিয়া আরিফিন শুভর বিপরীতে ‘প্রেমী ও প্রেমী’ নামে একটি ছবির কাজ করছেন। ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। এ মাসেই বান্দরবানে এ ছবির বাকি কাজ শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com