সিলেট ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫
সভাপতি নজরুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের বাণিজ্যিক কেন্দ্র তাহিরপুরের বাদাঘাট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচনে ব্যবসায়ীদের ভোটে সভাপতি পদে নজরুল ইসলাম সিকদার ও সাধারন সম্পাদক পদে হারুন অর রশীদ নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বাদাঘাট মাদ্রাসা ভোট কেন্দ্রে ১২২৯ জন ভোটারের মধ্যে ১২০৫ জন ভোটার সভাপতিসহ ৪ পদে প্রতিদ্ধন্ধিতাকারি প্রার্থীদের ভোট প্রদান করেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ওই নির্বাচনের নির্বাচন কমিশনার তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী এ তথ্য জানান।
নির্বাচনে সভাপতি পদে ৭ প্রতিদ্ধন্ধি প্রার্থীর মধ্যে নজরুল ইসলাম সিকদার ঘোড়া প্রতীকে ২৬৭ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি সভাপতি প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫৯ ভোট পেয়েছেন।
হারুন অর রশীদ বৈদ্যুতিক পাখা প্রতীকে ২৬৮ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি প্রার্থী ওবায়দুর রহমান শাওন মোরগ প্রতীকে ২৬২ ভোট পেয়েছেন।
আব্দুর রউফ সিএনজি (অটো রিক্সা) প্রতীকে ৭০০ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ইসলাম উদ্দিন কলস প্রতীকে ২৫৪ ভোট পেয়েছেন।
মুখলেছুর রহমান দোয়াত কলম প্রতীকে ৪৪৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী শহিদুল ইসলাম দেয়াল ঘড়ি প্রতীকে ৪০৭ ভোট পেয়েছেন।
(সুরমামেইল/এইচএসএ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি