সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬
স্পোর্টস ডেস্ক :: আফগানিস্তানের সাথে তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি একদিনের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম দুই ম্যাচের পর দলের ১৪ জনের স্কোয়াডে হচ্ছে পরিবর্তন। প্রথম দুই ম্যাচেই খেলা রুবেল হোসেনের পরিবর্তে দলে সুযোগ পাচ্ছেন মোশাররফ হোসেন রুবেল। আট বছর পর আবার জাতীয় দলে স্থান পেলেন মোশাররফ রুবেল।
দীর্ঘদিন পর ফিরে প্রথম ম্যাচে খুব একটা ভালো শুরু করতে পারেননি রুবেল হোসেন। তবে ম্যাচের ৪৯ তম ওভারে দুর্দান্ত বোলিং করে দলের জয়ে অবদান রাখেন। প্রথম ম্যাচে ৯ ওভারে ৬২ রান দেবার পর দ্বিতীয় ম্যাচে মাত্র ৩ ওভার বোলিং করেছেন এই পেসার। সেই তিন ওভারে দিয়েছেন ২৪ রান, ছিলেন উইকেটশূন্য। তবে দ্বিতীয় ম্যাচে শেষ উইকেটে মোসাদ্দেকের সাথে গুরুত্বপুর্ণ ৪৩ রানের পার্টনারশিপ করলেও বোলিংয়ে ছন্দ না থাকায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় একদিনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাগেরহাটের পেসার।
রুবেল হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন মোশাররফ হোসেন রুবেল। বাংলাদেশের জাতীয় দলের ফ্রেমে মোশারফের জন্য সময়টা বিস্ময়কর যাচ্ছে। ইংল্যান্ডের সিরিজের জন্য ঈদ-উল-ফিতরের পর ২০ জুলাই থেকে শুরু হয়েছিলো টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। সেই ক্যাম্পে ছিলো ৩০ জন ক্রিকেটার। সেখানে ছিলেন না মোশারফ হোসেন রুবেল। পরে শেষ মুহুর্তে তাকে ক্যাম্পে ডাকা হয়, এরপর আফগানিস্তানের বিপক্ষে ঘোষিত একদিনের দলের ২০ সদস্যের স্কোয়াডে রাখা হয় রুবেলকে। তবে আবার চূড়ান্ত স্কোয়াডে সুযোগ হয় নি। প্রায় ৮ বছর আগে বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল এই বামহাতি স্পিনারের।
বর্তমান জাতীয় লিগ (এনসিএল) খেলতে মোশাররফ আছেন বগুড়ায়। রাতেই বোর্ড থেকে তাকে দলের সাথে যোগ দিতে বলা হয়েছে। রোমাঞ্চিত মোশাররফ হোসেন নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান, “সব সময় আশা ছিল আবার জাতীয় দলে খেলব। কিন্তু এভাবে হুট করে ডাক পাব ভাবিনি। খুব ভালো লাগছে। আশা করি সুযোগ পেলে নির্বাচকদের আস্থার প্রতিদান দেব।”
এদিকে রুবেল হোসেনকে স্কোয়াড থেকে বাদ দেয়ার প্রসঙ্গে নির্বাচকরা টিম কম্বিনেশনকে কারণ দেখিয়েছেন। এক নির্বাচক বলেন, “আফগানরা বাঁহাতি স্পিনে দুর্বল। সে কারণেই আমরা একজন পেসার কমিয়ে একজন বাঁহাতি স্পিনারকে দলে ডাকছি। এমন নয় যে রুবেল হোসেনকে ফর্মের জন্য বাদ দেওয়া হয়েছে। পরিবর্তনটা টিম কম্বিনেশনের কারণেই আনা।”
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের জার্সি গায়ে তিনটি একদিনের ম্যাচ খেলেছিলেন মোশারফ হোসেন রুবেল। দক্ষিন আফ্রিকার বিপক্ষে অভিষেক হওয়া এই ক্রিকেটার সেই তিন ম্যাচে নিয়েছিলেন মাত্র ১ টি উইকেট। এরপর আর কখনো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ আসে নি।
আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন রুবেল। সুত্র : নয়া দিগন্ত
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি