সিলেট ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বানিয়াচংয়ে দুই ভাইয়ের লোকদের মধ্যে সংঘর্ষে মঈনুল হোসেন নামে এক যুবক টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এতে নারী পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়।
মঙ্গলবার (২৩ মে) সকালে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে সোমবার (২২ মে) সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মঈনুল হোসেন উপজেলার টুপিয়াজুরি গ্রামের নূর ইসলামের ছেলে।
জানা যায়, ঐ গ্রামের নূর ইসলামের সঙ্গে তার আপন ভাই তাজুল ইসলামের দীর্ঘদিন যাবত বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। সোমবার সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে ফের বাকবিতণ্ডা হয়। এ সময় দুই ভাইয়ের লোকজন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় বুকে টেঁটাবিদ্ধ মঈনুলকে সিলেট নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান। নিহত মাঈনুল সম্পর্কে তাজুল ইসলামের ভাতিজা।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুুক্তদের ধরতে অভিযান চলছে।
(সুরমামেইল/এমএকে)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি