বানিয়াচংয়ে দুই ভাইয়ের টেঁটা যুদ্ধে ভাতিজার মৃত্যু

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩

বানিয়াচংয়ে দুই ভাইয়ের টেঁটা যুদ্ধে ভাতিজার মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বানিয়াচংয়ে দুই ভাইয়ের লোকদের মধ্যে সংঘর্ষে মঈনুল হোসেন নামে এক যুবক টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এতে নারী পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়।

 

মঙ্গলবার (২৩ মে) সকালে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে সোমবার (২২ মে) সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

নিহত মঈনুল হোসেন উপজেলার টুপিয়াজুরি গ্রামের নূর ইসলামের ছেলে।

 

জানা যায়, ঐ গ্রামের নূর ইসলামের সঙ্গে তার আপন ভাই তাজুল ইসলামের দীর্ঘদিন যাবত বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। সোমবার সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে ফের বাকবিতণ্ডা হয়। এ সময় দুই ভাইয়ের লোকজন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় বুকে টেঁটাবিদ্ধ মঈনুলকে সিলেট নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান। নিহত মাঈনুল সম্পর্কে তাজুল ইসলামের ভাতিজা।

 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুুক্তদের ধরতে অভিযান চলছে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com