বানিয়াচঙ্গে সাকো নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫ জন

প্রকাশিত: ৬:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬

বানিয়াচঙ্গে সাকো নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫ জন

download (2)

সুরমা মেইল নিউজ : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার গুনই গ্রামে বাঁশের সাকো নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২৫জন আহত হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সকালে এ সংঘর্ষ হয়।

আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের একটি খালে বাঁশের সাকো নির্মাণ করতে যায় একই গ্রামের নুরুল আমিন। এ সময় আব্দুন নুরের সাথে তার বাকবিতন্ডা হয়।এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 গুরুতর আহত অবস্থায় ফজলু মিয়া (৪০), শাফি মিয়া (২০), ইলিয়াস মিয়া (২৫), জরিনা বেগম (৩০), ইদ্রিস খা (৫০), ফারুক মিয়া (৫০), সারাজ মিয়া (৩২), হেলাল মিয়া (৩০), মোজাহিদ (২০), ধলাই খা (৫৫), আবু তাহের (২৫), নুরাজ খা (৫০), সহিদ খা (৪৫) ও জোসনা বেগম (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com