‘বাবা’র ইফতারে সালমান-লুলিয়া

প্রকাশিত: ৫:০৭ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৬

‘বাবা’র ইফতারে সালমান-লুলিয়া

download (5)

বিনোদন ডেস্ক : ভারতের কংগ্রেস নেতা বাবা সিদ্দিকীর ইফতারে এবারও ছিলেন সালমান খান। তবে একা নন। সঙ্গে ছিলেন প্রেমিকা রোমানিয়ান টিভি প্রেজেন্টার লুলিয়া ভান্তুর। সেখানে প্রেমিকাকে নিয়ে হাজির হন সালমান।

বছর কয়েক আগে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতেই শাহরুখ-সালমানের একে অপরকে জড়িয়ে ধরার ছবি এখনও তার ভক্ত অনুরাগী মনের গভীরে সেঁটে রেখেছেন। কারণ বেশ কয়েক বছর ধরে সালমান ও শাহরুখের মধ্যে মনমালিন্য চলার পর বাবা সিদ্দিকীর হস্তক্ষেপেই ইফতার পার্টিতে মিলন হয় দুই বন্ধুর। অন্যদিকে এই ইফতার পার্টিকে ঘিরে জল্পনা কল্পনা চলছে যে আজকেই সুরাহা হতে পারে সালমান খান ও বন্ধু সঞ্জয় দত্তের মধ্যে দূরত্বের।

পর্দার বাইরে যে ক’জন তারকার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট, তারমধ্যে অভিনেতা সালমান খান ও সঞ্জয় দত্তের বন্ধুত্বের কথা অনস্বীকার্য। যে কোনো ধরনের দূর্যোগ পরিস্থিতিতে একে অন্যের পাশে থেকেছেন। কিন্তু সেই দৃঢ় বন্ধুত্বের সম্পর্কটা ক’দিন ধরে ঠিক যাচ্ছে না। এখন দেখার বিষয় সত্যিই কি শাহরুখ-সালমানের মতো এই ইফতার পার্টি সঞ্জয়ের সঙ্গে সালমানের দূরত্ব ঘুচাতে পারে কিনা!

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com