সিলেট ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৬
স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ফুটবলে বুধবার রাতটি ছিল বার্সেলোনার! পেছনের দুঃখস্মৃতি ভুলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। লুইস সুয়ারেজের হ্যাটট্রিকের সুবাদে দেপার্তিভো লা করুনার বিপক্ষে ৮-০ ব্যবধানে জয় পেয়েছে লুইস এনরিকের দল। বার্সার রাতে জয় তুলে নিতে ভুল করেনি রিয়াল মাদ্রিদও। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তারা হারিয়েছে ভিয়া রিয়ালকে, ৩-০ গোলের ব্যবধানে। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সার পেছনেই থাকল রিয়াল। যদিও ভিয়া রিয়ালের বিপক্ষে জয়ের পরও তাদের অবস্থান বদলায়নি। জিনেদিন জিদানের দল রয়েছে তালিকার তৃতীয় স্থানে। ৩৪ ম্যাচ শেষে তাদের অর্জন ৭৮ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ৭৯ পয়েন্ট ঝুলিতে জমা করে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানটি অ্যাটলেটিকো মাদ্রিদের দখলে। ঘরের মাঠে চেনা ছন্দে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো! পারেননি নামের প্রতি সুবিচার করতে। শত চেষ্টা করেও গোলের দেখা পাননি। তাতে কী? দলে করিম বেনজেমা তো আছেন! হ্যা, ম্যাচের ৪১তম মিনিটে রিয়ালকে শুভ সূচনা এনে দেন ফরাসি এই স্ট্রাইকার। তাই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতি শেষে ফিরে রিয়াল খেলেছে রিয়ালের মতোই। দ্বিতীয়ার্ধে আরো দু’বার প্রতিপক্ষের জাল কাঁপান জিদানের শিষ্যরা। ৬৯ মিনিটে লুকাস ভাসকুয়েজের লক্ষ্যভেদে রিয়ালের গোল ব্যবধান দ্বিগুণ হয়। আর সফরকারী ভিয়া রিয়ালের জালে শেষ পেরেকটি ঠুকে দেন লুকা মড্রিচ। খেলার ৭৬ মিনিটে রিয়ালের পক্ষে তৃতীয় গোলটি করেন ক্রোশিয়ান এই মিডফিল্ডার। আর তাতে বিজয়ের হাসি হেসে লা লিগার শিরোপা দৌড়ে টিকে রইল জিদানের দল।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি