বার্সেলোনাকে হারিয়ে ক্লাসিকো জয় রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫

বার্সেলোনাকে হারিয়ে ক্লাসিকো জয় রিয়াল মাদ্রিদের

Manual1 Ad Code

খেলাধুলা ডেস্ক :
সান্তিয়াগো বার্নাব্যুর আলো ঝলমলে রাতে আরও একবার এল ক্লাসিকোর উত্তেজনা দেখল ফুটবল বিশ্ব। নতুন যুগের দুই মহাতারকা কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যামের কাঁধে ভর করে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল।

Manual2 Ad Code

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। প্রথমার্ধেই ম্যাচের তিনটি গোলই অনুষ্ঠিত হয়। খেলার ২৩তম মিনিটে জুড বেলিংহ্যামের দুর্দান্ত এক থ্রু বল থেকে বার্সেলোনার রক্ষণভাগ ভেঙে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।তবে রিয়ালের এই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ৩৮তম মিনিটে বার্সেলোনার হয়ে গোল শোধ করেন ফেরমিন লোপেজ। রিয়ালের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে তিনি বল জালে জড়ান এবং ম্যাচে ১-১ সমতা ফিরিয়ে আনেন।

 

Manual6 Ad Code

কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই রিয়াল মাদ্রিদ আবারও লিড নেয়। ৪৩তম মিনিটে একটি সেট পিস থেকে এডার মিলিতাওয়ের হেড পাসে বল পেয়ে খুব কাছ থেকে গোল করতে ভুল করেননি ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।দ্বিতীয়ার্ধে বার্সেলোনা সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায়। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ ব্যবধান বাড়ানোর সুযোগ পায়। ম্যাচের ৫২তম মিনিটে একটি পেনাল্টি পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। তার নেওয়া শট দারুণ দক্ষতায় রুখে দেন বার্সা গোলরক্ষক ভয়চেক শেজনি।

 

Manual4 Ad Code

ম্যাচের শেষদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বার্সেলোনার পেদ্রি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় কাতালানরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনার বিপক্ষে টানা চার ম্যাচ হারের ধারাও ভাঙল তারা।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code