সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, মে ৭, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সিটি নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়েছেন সাদিক খান। ফলে প্রথমবারে মতো মুসলিম ও এশিয়ান মেয়র পেল লন্ডনবাসী। কিন্তু জানেন তিনি কে? এক বাসচালকের ছেলে। আর মা ছিলেন দর্জি। তার জয়ে ইতিহাস তৈরি হল ব্রিটেনে। কারণ এই প্রথম কোনো মুসলিম লন্ডনের মেয়র হলেন।
লেবার পার্টির হয়ে কোটিপতি প্রতিপক্ষ জ্যাক গোল্ডস্মিথকে হারিয়ে লন্ডনের মেয়র হলেন বাসচালকের ছেলে সাদিক খান। গোল্ডস্মিথ ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রার্থী ছিলেন।
সাদিক খানের দাদা ও দাদী অবশ্য ভারতে থাকতেন। পরে দেশভাগ হওয়ার পর পাকিস্তানে চলে যায় তাদের পরিবার। যদিও সাদিক খানের জন্মের আগেই লন্ডনে চলে যায় তার বাবা মা। সেখানে গিয়ে বাবা বাসচালক, আর মা দর্জির কাজ শুরু করেন। ছোটো থেকেই দারিদ্রতার সঙ্গেই বড় হয়েছেন সাদিক। এখন তিনি ব্রিটেনের মেয়র।
তবে এই জয়ের পথ খুব একটা মসৃণ ছিল না ৪৫ বছরের সাদিক খানের কাছে। নির্বাচনের আগে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছিল ক্ষমতাসীন কনজারভেটিভ দল। তাকে তথাকথিত ‘সন্ত্রাসী’ তকমা দেয়ারও চেষ্টা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কিন্তু লন্ডনবাসী ওইসব অপপ্রচারে কান দেয়নি। ফলে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাদিক খান।
শুক্রবার মধ্যরাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, মোট ১ কোটি ৩১ লাখ ১৪৩ ভোট পেয়ে লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন সাদিক খান। তার আগে লন্ডনের কোনো মেয়র এতো বিপুল পরিমাণ ভোট পাননি। মোট ভেটের ৫৭ ভাগ পেয়েছেন সাদিক খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোল্ডস্মিথ পেয়েছেন মাত্র ৪৩ ভাগ ভোট। এই বিজয়ের ফলে লন্ডনের সিটি হলে কনজারভেটিভ দলের আট বছরের শাসনের সমাপ্তি ঘটল।
লন্ডনের মেয়র নির্বাচিত হওয়ায় সাদিক খানকে অভিনন্দন জানিয়েছেন লেবার দলের নেতা জেরেমি কোরবিন। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার আগেই টুইটারে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, অভিনন্দন সাদিক খান। আমি আপনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমরা সবাই মিলে লন্ডনকে সকলের জন্য কল্যাণকর শহর হিসেবে গড়ে তুলব।
নিজের প্রতিক্রিয়া জানিয়ে লন্ডনের নতুন মেয়র সাদিক খান বলেছেন, নির্বাচনকে ঘিরে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু লন্ডনবাসী আমার ওপর আস্থা রেখেছে। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি